২০২১ সালে ওয়ানডেতে সবচেয়ে সফল দল ছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটাররা এই ফরমেটে পারফর্ম করেছেন বলেই এমন সাফল্য এসেছে।
এবার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র বর্ষসেরা দলেও জায়গা করে নিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মোস্তাফিজুর রহমান।
সাকিব বছরে ২৭৭ রানের সঙ্গে নিয়েছেন ১৭ উইকেট। অলরাউন্ডার কোটায় দলে জায়গা পেয়েছেন তিনি। মুশফিক ৪০৭ রানের সঙ্গে ডিসমিসাল করেছেন ১০টি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে তিনি।
অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ১৮ উইকেট নিয়ে পেস বোলার কোটায় জায়গা পেয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে। তিনি আবার টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।
বর্ষসেরা এই ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশ আর আয়ারল্যান্ডের (৩ জন করে)। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার ২ জন করে এবং দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বর্ষসেরা ওয়ানডে দল পল স্টারলিং (আয়ারল্যান্ড), ফাখর জামান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), রসি ভ্যান ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), জস লিটল (আয়ারল্যান্ড), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
এমএমআর/