দেশজুড়ে

সংযোগ থাকা বৈদ্যুতিক খুঁটিতে উঠে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে সংযোগ থাকা বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় স্বাধীন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার রূপসী চরের খাসবালিয়া মেনদা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত স্বাধীন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের মৃত খুশু মন্ডলের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ জাগো নিউজকে বলেন, সকালে কাজ করার সময় বিদ্যুতায়িত হন স্বাধীন। বিদ্যুতায়িত হওয়ার পর খুঁটির ওপরেই দগ্ধ হয়ে মারা যান তিনি। প্রায় আধা ঘণ্টা পর তার মরদেহ নামিয়ে আনা হয়। পরিবারে কোনো অভিযোগ না থাকায় দুপুরে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুল হুদা জাগো নিউজকে বলেন, ঠিকাদারের মাধ্যমে সিরাজগঞ্জের রূপসীর চর এলাকায় বৈদ্যুতিক লাইন নির্মাণসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। সকালে ঠিকাদারের শ্রমিকরা পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়েই লাইন চালু অবস্থায় একটি খুঁটিতে ট্রান্সফরমার স্থাপনের জন্য খুঁটির ওপরে ওঠে। এতে এক শ্রমিক বিদ্যুতায়িত হয়ে ওপরেই মারা যান। তিনি আরও বলেন, অফিসকে না জানিয়ে লাইন চালু অবস্থায় কেন খুঁটির ওপরে উঠে কাজ করছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসজে/জিকেএস