টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে ঝলসে সোহাগ মিয়া (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সোহাগ মিয়া ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কাজের জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে ১১কেভি তারের সঙ্গে জরিয়ে পড়েন। এতে মুহূর্তে বিদ্যুতের আগুনে ঝলসে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের তারে আগুন লেগে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস