টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শান্ত সিকদার নামের ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগকর্মী শান্ত সিকদার শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।
শান্ত সিকদার বলেন, ‘সকালে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যান। সেখান থেকে তূর্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। আমার বাসা কোথায় জিজ্ঞেস করেই সেখানে থাকা প্রান্তের নেতৃত্বে আমাকে মারধর করতে থাকে। এসময় তারা কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। পরে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পাই।’
তিনি অভিযোগ করেন, ‘হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে নেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ‘
অভিযুক্ত তূর্য বলেন, ‘নিজেদের মধ্যে কিছু ঝামেলা চলছিল। বিষয়টি নিজেরাই সমাধানের চেষ্টা করছি।’
হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান বলেন, ‘র্যালিতে ব্যানার ধরতে গিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।’
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস