দেশজুড়ে

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মতিউর রহমান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী নাইদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সদর উপজেলার চন্ডিরপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু হক বলেন, জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ট্রাক রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় সদর উপজেলার বলিহার রাজবাড়ী থেকে মোটরসাইকেল যোগে মতিউর রহমান ও নাইদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মোটরসাইকেল নিয়ে ওঠার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান।

তিনি আরও বলেন, এসময় মোটরসাইকেল আরোহী নাইদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মতিউর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আব্বাস আলী/এআরএ