দেশজুড়ে

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বসানো চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় খিলপাড়া ১ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের লিটনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিকাপুর গ্রামের দেওয়ান বাড়ির মো. নূর আলমের ছেলে মো. রাজু (২১) ও দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের ছৈয়াল বাড়ির মো. আলী আকবরের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯)। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৫ জানুয়ারি) ওই উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেকপোস্ট ডিউটিতে একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ