ছেলের জন্মদিনে এতিম শিশুদের নিজহাতে রাতের খাবার খাওয়ালেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রামপুর ৯ নম্বর ওয়ার্ডের দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
ইউএনও বলেন, আজ আমার ছেলে জুহাইব সিনদিদ মীর রুবাবের দ্বিতীয় জন্মদিন। এ উপলক্ষে ৬০ জন এতিম অসহায় শিশুদের একবেলা খাওয়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, গত বছর প্রথম জন্মদিনে আমার এলাকা ফেনী ও চট্টগ্রামে এতিম শিশুদের খাওয়ানো হয়। এবারও আমার গ্রামের বাড়ি ও কোম্পানীগঞ্জে এতিমদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি।
এসময় ইউএনও নিজহাতে পরিবেশন করে শিশুদের প্লেটে খাবার তুলে দেন। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, বুটের ডাল, সবজি, ভাত, সালাত।
এছাড়া আবাসিক ওই শিশুদের প্রত্যেকের জন্য শীতের কম্বল ও টয়লেট সমস্যার সমাধান করারও আশ্বাস দেন তিনি। পরে শিশু রুবাবের নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান, মাদরাসার শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, ‘এই প্রথম কোনো ইউএনও ছেলের জন্মদিনে এতিমদের নিজহাতে খাওয়াতে দেখলাম। বাবা-মা হারা অসহায় শিশুরাও ইউএনওকে কাছে পেয়ে অনেক আনন্দিত। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মাদরাসাটি পরিচালনা করছি। এখানে ৩৫১ জন অসহায় শিশু শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে এতিম-অসহায় গরিব ৬০ জন শিশু আবাসিকভাবে বিনা খরচে থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করা হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এআরএ