দেশজুড়ে

পাটগ্রামে দায়িত্বে অবহেলা করায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

লালমনিরহাটের পাটগ্রামে দায়িত্বে অবহেলা করায় এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলাম পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক। দায়িত্ব অবহেলার কারণে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান তাকে প্রত্যাহার করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/জেআইএম