দেশজুড়ে

রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোতে বাসের ধাক্কায় যাত্রী নিহত

নীলফামারী সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ দুজন আহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পলাশবাড়ীর ভবন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল পলাশবাড়ীর বাসিন্দা।

আহতরা হলেন- পলাশবাড়ীর বামনডঙ্গার আবু তাহের ছেলে আশরাফ হোসেন (৪০) ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মোতালেব হোসেন (২৮)।

নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. কিবরিয়া হতাহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসজে/এএসএম