নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকায় সিল মারার সময় এইচ এম কামরুজ্জামান নামের এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে।
আটক এইচ এম কামরুজ্জামান নাটেশ্বর আবদুল্লাহর হাট ফাজিল মাদরাসার প্রভাষক।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ওই কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল তাকে হাতে নাতে আটক করেন।’
পুলিশ সুপার আরও জানান, ‘আটক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জের ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম