দেশজুড়ে

জালভোট দেওয়ার সময় আটক ৩, সহায়তা করায় এসআই প্রত্যাহার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে জালভোট দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সহায়তা করায় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ইউনিয়নের কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ডাঙ্গাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে রাকিব (২০), আবুল হোসেনের ছেলে সুমন (১৯), মানিক প্রধানের ছেলে রাসেল প্রধান (২৫)। এছাড়া তাদের সহায়তা করায় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা হাতীবান্ধা থানার এসআই মৃণাল কান্তিকে প্রত্যাহার করে এসআই সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা জাগো নিউজকে নির্বাচনের দায়িত্ব থেকে এসআই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জালভোট দেওয়ার অভিযোগে কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, বুড়িমারী নছর উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন এবং ললিতারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে।

রবিউল হাসান/এসজে/এএসএম