কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নবম ধাপে নোয়াখালীর ভাসানচরে এসেছেন আরও ৭০৫ জন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় নৌবাহিনীর তিনটি জাহাজে করে তারা ভাসানচর পৌঁছান।
এ নিয়ে ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে এখন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৬৬২ জনে।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আগত রোহিঙ্গাদের ৭৯, ৬৫ ও ৬৬ নম্বর ক্লাস্টারে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ৫১ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৪১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, তারাও একই জাহাজে ফিরেছেন বলে জানান এই কর্মকর্তা।
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন এবং অষ্টম দফায় ৫৫২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
এছাড়া গত বছর মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
ইকবাল হোসেন মজনু/এমএইচআর