দেশজুড়ে

কসবায় ঝুটের কারখানা-গুদামে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জিকরা কটন মিল নামে একটি ঝুটের কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সৈয়াদাবাদ বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন দুঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির হয় বলে জানা গেছে।

মিলের মালিক সাইফুল ইসলাম বলেন, সকালে আমি ব্যবসায়িক কাজে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে যেই। জুমার নামাজের পর শ্রমিকরা খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। কারখানার পাশেই থাকেন আমার ব্যবসায়িক পার্টনার আবদুল জিয়েম ওরফে সামছু। কারখানায় হঠাৎ আগুন দেখতে পান তিনি। আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এ সময় সামছু তার ব্যবসায়িক পার্টনার সাইফুল ইসলামকে আগুন লাগার বিষয়টি জানান। সাইফুলের নিকট দমকল বাহিনীর নাম্বার না থাকায় তিনি ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবদুল্লাহ খালিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লেগে যাই। তুলা জাতীয় দ্রব্য থাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সম্ভবত বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম