দেশজুড়ে

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে হত্যা, গ্রেফতার যুবক

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে বন্ধুকে হত্যার অভিযোগে মো. ইমাম হাসান হৃদয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ইমাম হাসান হৃদয় কুমিল্লার মুরাদনগর থানার ময়নামতি এলাকার মো. ইসমাইলা হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ জানায়, তুরাগে বৃন্দাবন এলাকার একটি বস্তিতে বসবাস করতেন রাসেল আহমেদ। একই বস্তিতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন ইমাম হাসান হৃদয়। রাসেল ও হৃদয় একে অপরের বন্ধু হওয়ায় দুজনের বাসায় তাদের অবাধ যাতায়াত ছিল।

মঙ্গলবার ৪ জানুয়ারি রাতে রাসেলকে নিজের স্ত্রীর সঙ্গে একই ঘরে দেখে উত্তেজিত হয়ে ওঠেন হৃদয়। দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা রাসেলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান এবং হৃদয়ের স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামি ইমাম হাসান হৃদয়।

এ ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে ৫ জানুয়ারি তুরাগ থানায় হৃদয়কে আসামি করে একটি হত্যা মামলা করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর এলাকার বাসিন্দা মনিরুল ফকিরের বাড়ি থেকে হৃদয়কে গ্রেফতার করে র‌্যাব-৮ এর একটি দল।

এসজে/জেআইএম