দেশজুড়ে

কক্সবাজারে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আয়োজন করছে আরএফএল

প্রাকৃতিক সৌন্দর্যের চারণভূমিগুলোকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টিতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আয়োজন করছে বহুমুখী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল। কোম্পানির সহযোগী পণ্য টেল প্লাস্টিকের আয়োজনে ১১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭-৯টা পর্যন্ত কক্সবাজার সৈকতের সুগন্ধা বিচে এ প্রোগ্রাম চলবে।

‘সমুদ্র রাখতে পরিষ্কার, দরকার শুধু ইচ্ছার’ স্লোগানে আয়োজিত বিচ ক্লিনিং প্রোগ্রামে সহযোগিতা করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল।

প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের এজিএম তৌহিদুজ্জামান বলেন, আমরা সবাই কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে যাই। কিন্তু আমাদের ফেলে আসা ময়লা-আবর্জনা সৈকতের সৌন্দর্য যেমন নষ্ট করছে তেমনি আমাদের পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই ভ্রমণপিপাসুদের মাঝে সচেতনতা বাড়াতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস। আসুন আমরা সচেতন হই, প্রাকৃতিক সৌন্দর্যের এ চারণভূমিগুলোকে বিনষ্ট না করি।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম