দেশজুড়ে

বসতঘরে জুয়ার আসর, আটক ২১

গভীর রাতে বসতঘরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার অপরাধে ২১ জনকে আটক করেছে থানাপুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, মোকছেদ আলী (৫২), বাবুল হোসেন (৫৭), হাকিমুদ্দিন (৫৫), শরিফুল ইসলাম (৪০), মাহাবুর রহমান (৩৪), মোয়াজ্জেম হোসেন (৪৫), আমিনুর ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২), মিজানুর রহমান (৪৪), আয়েজ উদ্দীন (৬৫), গোলজার হোসেন (৪৫), নূরনবী (৩৩), গোলাপ হোসেন (৪৫), মশিরুল ইসলাম (৩২), হাফিজুর রহমান (৪৫), পরিমল টুডু (৪৫), বাবলু মোল্লা (৩৩), শরিফুল ইসলাম (৩৫), আবু তাহের (৩৭), আমিনুর রহমান (৩৭) ও শাহিনুর রহমান (২৮)। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর মাধুপুর গ্রামের আইটেম আলীর বাড়িতে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ওই এলাকার ২১ জুয়াড়িকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো.মাহাবুর রহমান/এফএ/জেআইএম