দেশজুড়ে

ফ্যানে ঝুলছিল স্বামী, ঘরের কোণে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

সুনামগঞ্জের ধর্মপাশায় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) উপজেলার টানমেউহারী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাচ্চু মিয়া (৫৭) ও তার স্ত্রী স্বাধীনা আক্তার (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাচ্চু মিয়ার জুয়া খেলার অভ্যাস ছিল। যার কারণে সব সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামী- স্ত্রী উভয়েই ঘুমাতে যান। বুধবার বিকেল পর্যন্ত ঘরের দরজা না খোলায় আশপাশের মানুষ ডাকতে থাকেন। পরে বেড়ার ফাঁক দিয়ে প্রতিবেশীরা ফ্যানের সঙ্গে বাচ্চু মিয়ার ঝুলন্ত মরদেহ ও রুমের এক কোণে স্বাধীনা আক্তারের মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, নিহত বাচ্চু মিয়ার জুয়া খেলার অভ্যাস ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যার পর বাচ্চু মিয়া আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস