দেশজুড়ে

গোয়াল ঘরে মিললো গাঁজা, গ্রেফতার মাদক কারবারি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে এমন গোপন খবরে এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে একটি টিম বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের তালেবের বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

মো. জামাল হোসেন/জেডএইচ/