দেশজুড়ে

আমি সহিংসতা করি না: আইভী

সহিংসতা করি না, কাউকে কিছু করতে নির্দেশও দেই না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ভোটের সমীকরণ নৌকার দিকে যাচ্ছে। আগেও ছিল নৌকার পক্ষে, এখনও আছে। ১৬ তারিখ নৌকায় ভোট দিবে। তারপরও নৌকার পক্ষেই থাকবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলে প্রশাসন তো আছে, নিশ্চয়ই তারা দেখবে। এখানে যৌথ প্রশাসন কাজ করছে এটা তারা দেখবে। আমার এটা দেখার সময় নেই। আমার এখন জনগণের কাছে যেতে হবে। জনতার ভোট চাইতে হবে।’

আইভী বলেন, ‘প্রত্যেক নির্বাচনের আগে একটু সমস্যা হতেই পারে। আমি মনে করি এজন্য প্রশাসন অত্যন্ত সচেতন। তারা এগুলো দেখাশোনা করবে। আমার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে।’

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম