বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ মামলার আসামি লস্কর প্রামানিককে (৪২) ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। লস্কর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লস্কর দীর্ঘদিন ধরে মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া সদর, শাহজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ ২২ মামলা রয়েছে। এসব মামলায় লস্কর একাধিকবার গ্রেফতারও হয়েছে। জামিনে মুক্ত হয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ে।
দুপুর ১২টার দিকে পুলিশ বেড়েরবাড়ি গ্রামে লস্করের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যান্য মাদক কারবারিরা পালালেও লস্কর ধরা পড়ে। এসময় লস্করের বিছনার নিচে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
পরে ধুনট থানার এস আই মোর্শেদুল ইসলাম বাদি হয়ে লস্করসহ ছয়জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ নিয়ে তার বিরুদ্ধে ২৩ মামলা হলো।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার লস্করকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ/জিকেএস