জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩০) ও অজ্ঞত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।জানা যায়, পল্টনে বিএনপি অফিসের বিপরীতে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শরিফুল ইসলামকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পল্টন থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে একটি ট্রাকসহকার শরিফুলকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।এদিকে মিরপুর গোল চত্বরে রাত পৌনে ৩টার দিকে গাড়িচাপায় এক বৃদ্ধা আহত হন। তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মিরপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।