বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় জাকির হোসাইন (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসাইন উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা। তিনি গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহাইল বাসস্ট্যান্ড সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জাকির হোসাইন গোহাইল বাজার থেকে মোটরসাইকেল যোগে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে আগড়া যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে আসা রাজশাহীগামী গরুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে আটক রয়েছে বলেও জানান তিনি।
কেএসআর/