নাটোর সদর ও বাগাতিপাড়া পৌরসভায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকালে তীব্র শীতের কারণে কেন্দ্রে ধীরগতিতে আসছেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার রিফাত করিম জানান, ইভিএম-এ ভোট দিতে পারায় আনন্দিত। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।
একই কেন্দ্রে রাকিবুল ইসলাম নামে এক ভোটার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নাটোর মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা শফিকুল ইসলাম জানান, ভোট দিতে কোনো সমস্যা হয়নি।
তবে নাটোর সুগার মিল কেন্দ্রে তিন ভোটারের হাতের ছাপ ম্যাচ না করায় আইডি কার্ড থাকলেও তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তাদের ভোট পরে নেওয়া হবে।
নাটোরের জেলা প্রশাসক শামিম উদ্দিন জানান, দুই পৌরসভার শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সম্মিলিতভাবে দুই পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
নাটোর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আসলাম জানান, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
উল্লেখ্য, নাটোরে পৌরসভায় প্রায় ৬৪ হাজার এবং বাগাতিপাড়া পৌরসভায় প্রায় আট হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম