দেশজুড়ে

জব্দ ৮ মণ ‘আফ্রিকান মাগুর’ গেলো এতিমখানায়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় আট মণ চাষ-বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পৌরসভার রহনপুর বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌর মাছের বাজারে অভিযান চালানো হয়। এ সময় রহনপুর বাজার থেকে আট মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানা, ছিন্নমূল ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নাইমুল হক, মাঠ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সামিউল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/এসজে/এমএস