এমন একটা ঝামেলায় পড়বেন কল্পনাও করেননি শাহরুখ খান। তাই মাদক মামলায় ছেলে আরিয়ান খানের গ্রেফতারের পর ভেঙে পড়েন বলিউডের এই তারকা। শুটিং, সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করে দেন।
Advertisement
শেষ পর্যন্ত ছেলের মুক্তির পর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন কিং খান। ফলে ঘটনার প্রায় চার মাস পর তিনি ইনস্টাগ্রামে পোস্ট দেন। তবে সেটা ব্যক্তিগত কোনো কিছু নয়। একটি বিজ্ঞাপন পোস্ট। এতে তার স্ত্রী গৌরীকেও দেখা যায়।
View this post on InstagramA post shared by Shah Rukh Khan (@iamsrk)
এদিকে শাহরুখের বিজ্ঞাপনে খুশি তার ভক্তরা। এরই মধ্যে সেই ভিডিওর ভিউ ছয় লাখের বেশি হয়েছে। আর কমেন্ট তো রয়েছেই। একজন লিখেন, ‘কিং ইজ ব্যাক’। আবার কেউ ভালোবাসার প্রতীক দিচ্ছেন, কেউ আবার লিখছেন, ‘ভিডিও দেখে অত্যন্ত খুশি। তোমাকে ভালোবাসি।’ কারো আবার লেখা, ‘বহুদিন পর শাহরুখের পোস্ট দেখে খুব খুশি হলাম’।
Advertisement
এর আগে শেষবার গত বছরের ১৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শাহরুখ খান।
জেডএইচ/জিকেএস