বগুড়ায় ট্রেনের ধাক্কায় জোহরা বেওয়া (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহরা পুরান বগুড়া এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। তিনি ওই এলাকায় লোহার সামগ্রী কুড়ানোর কাজ করতো।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, আড়াইটার দিকে রেল লাইনের পাশ দিয়ে হাটছিলেন জোহরা বেওয়া। এ সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এমএস