দেশজুড়ে

ধামইরহাটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ মেহেদী হাসান (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের মানুষ সুন্দরী বাজার থেকে তাকে আটক করা হয়।

মেহেদী হাসান উপজেলার ধুরাইল গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৪৬০ পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে আটক করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়।

আরএইচ/জিকেএস