রাজধানীর হাতিরঝিলে একটি ব্রিজের ওপর হঠাৎ একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ।
Advertisement
সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে লাগা আগুন রাত ৯টা ৫৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি বলেন, হাতিরঝিলে একটি ব্রিজের ওপর একটি মাইক্রোবাসে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ৯টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে গাড়িটিতে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Advertisement
টিটি/এমএইচআর