দেশজুড়ে

দেওয়ানগঞ্জ থানার ওসিকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত কবীরকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই এলাকায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রভাব খাটানোর দায়ে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।

এইচএস/এমএইচআর/এএসএম