নেত্রকোনার দুর্গাপুরে খাদিজা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা স্বামী-শাশুড়িতে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বছর খানেক আগে হাবিব উল্লাহর সঙ্গে একই এলাকার রুহুল আমিন তালুকদারের মেয়ে খাদিজা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই। পরে হাবিব উল্লাহ ও তার পরিবারের লোকজন খাদিজাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এনিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হয়। সম্প্রতি স্বামী-শাশুড়ির নির্যাতনের মাত্রা বেড়ে যায়। রোববার রাতের খাবার শেষে খাদিজার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। সোমবার সকালে তার স্বামী খবর পাঠান খাদিজা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা মৌসুমী আক্তার বলেন, ‘আমার মেয়েকে শাশুড়ি-স্বামী মিলে হত্যা করেছে। এখন আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, ‘ঘটনায় গৃহবধূর স্বামী-শাশুড়িকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তা স্পষ্ট হবে।’
এইচ এম কামাল/আরএইচ/এএসএম