বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাজন (৩৫)। তিনি খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আ. রবের ছেলে। আহত রাসেল (৩০) একই এলাকার মো. বুলবুলের ছেলে।
পুলিশ ও বন্দর হাসপাতাল সূত্র জানায়, মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজন (৩৫) মারা যান।
এ সময় গুরুতর আহত হন রাজনের সঙ্গে থাকা আরোহী রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বী প্রিন্স বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।
এরশাদ হোসেন রনি/এসআর/এএসএম