রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের ইকবাল নগর গ্রামে ২৫০টি বাড়িতে গিয়ে শীতার্ত মানুষদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। রাতে তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা ইকবাল নগরের ২৫০টি অসহায় পরিবার।
ইকবাল নগর গ্রামের আলেয়া বেগম জাগো নিউজকে বলেন, অনেক মানুষের কাছে গিয়েছি কেউ আমাকে একটা শীতবস্ত্র দেয়নি। বরং ফিরিয়ে দিয়েছে। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমার বাসায় ঢুকে কম্বল দিয়েছেন। এটা সত্যি অকল্পনীয়।
ইকবাল নগর গ্রামের রহিম মিয়া জাগো নিউজকে বলেন, আমি রিকশা চালক। রাত হলে ছেলে মেয়ে নিয়ে শীতে খুব কষ্ট করি। রোজগার করার পাশাপাশি যেখানে শীতবস্ত্র দিচ্ছে খবর পেলেই দৌড়ে যাই, কিন্তু আমাকে কেউ একটা শীতবস্ত্র দেয়নি। আজ ডিসি স্যার আমাকে আর আমার ছেলেকে বাড়ি এসে শীতবস্ত্র দিয়েছেন। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আজ রাতে শান্তিতে ঘুমাতে পারব।
ইকবাল নগর গ্রামের বৃদ্ধা মরিয়ম বেগম জাগো নিউজকে বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। আজ আমি শান্তিতে ঘুমাতে পারব।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেজন্য রাতে পৌর শহরের ইকবাল নগর গ্রামে ২৫০টি শীতবস্ত্র আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।
লিপসন আহমেদ/এফএ/জেআইএম