দেশজুড়ে

পঞ্চগড়ের তিন ইউপিতে নৌকার জয়

পঞ্চগড়ের দুই উপজেলার তিন ইউনিয়নে নৌকার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে জেলার বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে আবুল হোসেন, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে পরেশ চন্দ্র রায় ও সদর ইউনিয়নে আশরাফুল আলম এমু নৌকা প্রতীকে নির্বাচিত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/আরএইচ/এএসএম