জামালপুরের মেলান্দহে কলার সঙ্গে চেতনানাশক খাইয়ে রকিব হাসান (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় রকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রকিব ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকার বাবুল বেপারীরে ছেলে ও চিনারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারের হাল ধরতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি।
এ বিষয়ে রকিবের মা আছিয়া বেগম বলেন, রকিব সকাল ৭টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে হাসপাতাল থেকে আমাদের ফোন দিয়ে জানানো হয় রকিব অজ্ঞান হয়ে পড়ে আছে। কারা যেন তাকে কৌশলে কলা খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে রেখে অটো নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে আসি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।
মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম