দেশজুড়ে

মেলান্দহে ইটভাটা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলা ব্রিজের উত্তরের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মো. নাসিম উদ্দিন/এএইচ/এএসএম