কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে আলম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব জংশনের একশ মিটার দূরে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার তোফাজ্জল মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে ভৈরব জংশন থেকে একশ মিটার দূরে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন আলম। পরে পুলিশ তাৎক্ষণিক নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও এনআইডি কার্ডের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, অসতর্কভাবে রেললাইনে পাশ দিয়ে হাটার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে ট্রেনে কাটা যুবকের সাথে থাকা মুঠোফোন ও এনআইডির সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়।
আরএইচ/জিকেএস