দেশজুড়ে

পুলিশের কাছে সন্তান রেখে ভোট দিলেন মা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নে পুলিশের কাছে তিন বছরের ছেলেকে রেখে ভোট দিলেন মা সাবিনা বেগম। সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বালিজুরী এইচ এ সিনিয়র মাদরাসা ভোটকেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে সকাল ৮টা থেকে ৭১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে কেন্দ্রে ভিড় করছেন ভোটাররা।

সরেজমিনে দেখা যায়, বালিজুরী এইচ এ সিনিয়র মাদরাসায় পুরুষের চেয়ে দ্বিগুণ নারী ভোটার রয়েছেন। লম্বা লাইন হওয়ায় ভোটার সাবিনা বেগমের তিন বছরের ছেলে কাঁদতে শুরু করে। পরে কেন্দ্রে দায়িত্বে থাকা নূর আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার কাছে ছেলেকে রেখে ভোট দেন মা।

পুলিশ কর্মকর্তা নূর আহমদ জাগো নিউজকে বলেন, নারীদের দীর্ঘ লাইন হওয়ায় শিশুটি কেঁদেই যাচ্ছিল। পরে শিশুটির মা ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় তাকে আমার কাছে রেখে যান। তবে ওই পুলিশ কর্মকর্তা কোন থানায় কর্তব্যরত আছেন সেটা বলেননি।

ভোট দেওয়া শেষে শিশুটির মা সাবিনা বেগম জাগো নিউজকে বলেন, বুথের ভেতরে ছেলেকে নিয়ে ভোট দেওয়া সম্ভব ছিল না। সেজন্য পুলিশের কোলে ছেলেকে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলাম।

তিনি বলেন, পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। পুলিশের কোলে রেখে যাওয়া মানে আমার ছেলে নিরাপদ থাকবে। আর আমিও নিশ্চিন্ত মনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।

লিপসন আহমেদ/এফএ/এমএস