দেশজুড়ে

সাগরে ট্রলারডুবি: নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আরও এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

নিখোঁজের তিনদিন পর সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ব বনবিভাগের দুবলারচর শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবে যায় এবং ১৪ জেলে নিখোঁজ হন। সোমবার দুপুরে সাগরে এক জেলের মরদেহ ভাসতে দেখেন অন্য জেলেরা। মরদেহটি উদ্ধার করে সাগর থেকে চরে আনা হচ্ছে। তাৎক্ষণিক ওই মরদেহের পরিচয় জানা যায়নি।

বন কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় আরও বলেন, এর আগে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো ১১ জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মেলেনি।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এএসএম