দেশজুড়ে

নীলফামারীতে নৌকা-স্বতন্ত্র সমানে সমান

নীলফামারীর এক ইউনিয়নে নৌকা ও অপর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে মো. হেদায়েত আলী শাহ ফকির (আনারস) ও কুন্দপুকুর ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী (নৌকা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।’

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের দুই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরএইচ/এমএস