নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজব্বর ও চরজুবলী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) দুই প্রার্থীসহ চারজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি বলেন, ‘দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে অবস্থান নিয়ে নৌকার বিরোধিতা করাসহ দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক, তার পক্ষে থাকা সূবর্ণচর উপজেলা আওয়াম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক ও চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মানিক এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও চরজুবলী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইফুল্যাহ খসরু (আমির খসরু)।
এর মধ্যে অ্যাডভোকেট ওমর ফারুক, মিজানুর রহমান দীপক ও নুরুল ইসলাম মানিককে নোয়াখালী জেলা আওয়ামী লীগ এবং সাইফুল্যাহ খসরুকে কেন্দ্রীয় যুবলীগ থেকে অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সূবর্ণচর উপজেলার এ দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রসহ চরজব্বর ইউনিয়নে সাতজন এবং চরজুবলী ইউনিয়নে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস