রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের মোবাইল নম্বরটি ক্লোন করার অভিযোগ উঠেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২৭ মিনিটে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের সরকারি নম্বরটি ক্লোন করে অসাধু চক্র বিভিন্ন বিকাশ বা নগদ নম্বরের মাধ্যমে টাকা নিচ্ছেন।’
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফোন-কলে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে কেউ টাকা চাইলে পুলিশকে অবহিত করুন।
শংকর হোড়/আরএইচ/এএসএম