দেশজুড়ে

কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সূবর্ণচরে ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র (ধারালো বগিদা) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপর সাড়ে ১২টায় চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

নোয়াখালীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মোমিন ব্যাপারীর বাড়ি থেকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় সূবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদ্যস্য মোতায়েন করেছে জেলা পুলিশ।

নির্বাচনে চেয়াম্যান পদে ১৫, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৪ ও সাধারণ মেম্বার পদে ৫৩ প্রার্থী লড়াই করছেন। দুই ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস