ধর্ষনে বাধা দেওয়ায় ঝিনাইদহের পোড়াহাটি কসাইপাড়া গ্রামে বিবিজান (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিবিজান গ্রামের আনা মিয়ার স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে র্যাব। তবে তার পরিচয় জানানো হয়নি।
স্থানীয় যুবক মিরাজ উদ্দিন জানান, দুপুরে ছাগলের জন্য বাড়ি থেকে একটু দূরে মেহগনির পাতা কাটতে যায় বিবিজান। এ সময় সেখানে থাকা মধ্য বয়সী এক ব্যক্তি তাকে বাঁশের খুঁটি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪টার দিকে তিনি মারা যান।
পোড়াহাটি ইউপি সদস্য শওকত আলী জানান, বিবিজান বিবস্ত্র অবস্থায় ছিল এবং তার মুখে কাপড় গোঁজা ছিলে। পাশেই দাঁড়িয়ে ছিল মধ্যবয়সী ওই ব্যক্তি। আমাদের ধারণা ওই ব্যক্তি বিবিজানকে ধর্ষণ করতে গেলে বাধা দেওয়ায় এমনটি হয়েছে। ওই ব্যক্তি আটক হওয়ায় পাগলের অভিনয় করছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর এএসপি বান্না জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডে জড়িত কি না তদন্ত করা হচ্ছে। এজন্য তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্তে সে দোষী হলে মামলা করা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটক ব্যক্তি অসংলগ্ন কথা বলছে। হতে পারে ধর্ষণে বাধা দেওয়ায় ওই নারীকে সে হত্যা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জিকেএস