১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মানববন্ধন করেছেন সুন্দরবন উপকূলীয় এলাকার বাসিন্দারা। দিবসটি পালনের স্লোগান ছিল—‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারসহ কয়েকটি জায়গায় নানা আয়োজনে সুন্দরবন দিবস পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি বহুলাংশে সুন্দরবনের ওপর নির্ভরশীল। সুন্দরবনকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বনটিকে বাঁচাতে এর ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস