খেলাধুলা

আইপিএল নিলাম শেষে কার স্কোয়াড কেমন হলো? দেখে নিন ১০ দলের তালিকা

দু’দিনের মেগা নিলাম শেষ হলো রোববার রাতেই। এই নিলাম থেকে ঘর গুছিয়ে নিলো আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামে সব মিলিয়ে খেলোয়াড় কেনাকাটা হলো ৫৫১ কোটি রুপির।

এবারের ১৯ ঘণ্টার মেগা নিলামে নাম উঠেছিল ৫৯০ ক্রিকেটারের। যদিও তালিকায় থাকা ৫৯০ ক্রিকেটারের সবার নাম ডাকা হয়নি। যাদের ডাকা হয়েছে, তাদের মধ্য থেকে বিক্রি হলেন ২০৪ জন। এর মধ্যে রয়েছেন ৬৭ জন বিদেশি তারকা।

প্রথম দিন বিক্রি হয়েছিলেন ৭৪ জন ক্রিকেটার। দ্বিতীয় তথা শেষ দিনে দলে পেলেন আরও ১৩০ জন। দেখে নেয়া যাক, কে কোন তারকাকে কিনে নিয়ে দল সাজালেন, কেমন হলো কোন দল? নিম্নে পাঠকদের জন্য দেয়া হলো দশ দলের ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

নিলামে কেনা ক্রিকেটারআজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, নিতিশ রানা, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নবি, উমেশ যাদব, স্যাম বিলিংস, চামিকা করুণারত্নে, শিবাম মাভি, অনুকুল রায়, অভিজিৎ তোমার, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রাসিক দার, রমেশ কুমার, আমন খান।

রিটেইন করা ক্রিকেটারআন্দ্রে রাসেল, সুনিল নারিন, বরুণ চক্রবর্তি, ভেঙ্কটেশ আইয়ার।

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

নিলামে কেনা ক্রিকেটারআম্বাতি রায়ডু, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডান, ডেভন কনওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, দিপক চাহার, ডোয়াইন ব্রাভো, হরি নিশান্ত, কেএম আসিফ, মহেশ থিকশানা, মিচেল সান্তনার, মুকেশ চৌধুরী, নারায়ণ জগদীশান, প্রশান্ত সোলাঙ্কি, রবিন উথাপ্পা, শিবাম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ভগৎ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি।

রিটেইন করা ক্রিকেটার –মইন আলি, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়।

দিল্লি ক্যাপিটালস

নিলামে কেনা ক্রিকেটারডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধুল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদিপ যাদব, মনদিপ সিং, লুঙ্গি এনগিদি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মোস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, শ্রীকার ভরত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রাবিণ দুবে, রোভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল।

রিটেইন করা ক্রিকেটার অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, রিশাভ পান্ত।

পাঞ্জাব কিংস

নিলামে কেনা ক্রিকেটার জনি বেয়ারেস্টো, কাগিসো রাবাদা, রাজ বাওয়া, হরপ্রিত ব্রার, ইশান পোড়েল, জিতেন শর্মা, লিয়াম লিভিংস্টোন, ওডেন স্মিথ, বেনি হাওয়েল, ভানুকা রাজাপাকষে, নাথান এলিস, শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, রাহুল চাহার, সন্দিপ শর্মা, শাহরুখ খান, বৈভব আরোরা, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রেরক মানকাড, অংশ প্যাটেল, অথর্ব টাইডে, বলতেজ সিং।

রিটেইন করা ক্রিকেটারঅর্শদীপ সিং, মায়াঙ্ক আগরওয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্স

নিলামে কেনা ক্রিকেটারইশান কিশান, ড্যানিয়েল স্যামস, জোফরা আর্চার, রিলে মেরেডিথ, বাসিল থাম্পি, অর্জুন টেন্ডুলকার, দিওয়াল্ড ব্রেভিস, জয়দেব উনাড়কট, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, সঞ্জয় যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, টাইমাল মিলস, আনমোলপ্রিত সিং, আর্শাদ খান, হৃত্বিক শোকিন, রাহুল বুদ্ধি, রমনদিপ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল।

রিটেইন করা ক্রিকেটারজশপ্রিত বুমরাহ, কাইরন পোলার্ড, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব।

রাজস্থান রয়্যালস

নিলামে কেনা ক্রিকেটারদেবদূত পাড়িক্কল, কেসি কারিয়াপ্পা, নবদিপ সাইনি, ট্রেন্ট বোল্ট, নাথান কাউল্টার নেইল, রাশি ফন ডার ডুসেন, ওবেদ ম্যাককয়, প্রাসিদ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, জেমস নিশাম, রিয়ান পরাগ, ড্যারিল মিচেল, শিমরন হেটমায়ার, ইয়ুজবেন্দ্র চাহাল, করুণ নায়ার, অনুনয় সিং, কুলদীপ সেন, ধ্রুব জুরেল, তেজাস বারোকা, শুভাম গাড়োয়াল।

রিটেইন করা ক্রিকেটারজস বাটলার, সাঞ্জু স্যামসন, যশস্বি জয়সওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

নিলামে কেনা ক্রিকেটারফাফ ডু প্লেসি, দিনেশ কার্তিক, হারশাল প্যাটেল, ফিন অ্যালেন, জস হ্যাজেলউড, জ্যাসন বেহরেনডর্ফ, শাহবাজ আহমেদ, ওয়ানিদু হাসারাঙ্গা, আকাশদিপ, ডেভিড উইলি, অনুজ রাওয়াত, অনিশ্বর গৌতম, চামা মিলিন্দ, করণ শর্মা, মহিপাল লোমরোর, শেরফান রাদারফোর্ড, সুয়াশ প্রভুদেশাই, সিদ্ধার্থ কৌল, লুভনিথ সিসোদিয়া।

রিটেইন করা ক্রিকেটারগ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি।

সানরাইজার্স হায়দরাবাদ

নিলামে কেনা ক্রিকেটারএইডেন মারক্রাম, ভুবনেশ্বর কুমার, গ্লেন ফিলিপস, ফজল হক ফারুকি, জগদিশা সুচিথ, কার্তিক ত্যাগি, মার্কো জ্যানসেন, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠি, শ্রেয়াস গোপাল, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, বিষ্ণু বিনোদ।

রিটেইন করা ক্রিকেটারআবদুল সামাদ, কেন উইলিয়ামসন, উমরান মালিক।

লখনৌ সুপার জায়ান্টস

নিলামে কেনা ক্রিকেটারজ্যাসন হোল্ডার, এভিন লুইস, অঙ্কিত রাজপুত, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিপক হুদা, দুষ্মন্তে চামিরা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রণাল পাণ্ডিয়া, কাইল মায়ার্স, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, মনন ভোরা, মানিশ পাণ্ডে, কুইন্টন ডি কক, শাহবাজ নাদিম।

রিটেইন করা ক্রিকেটারলোকেশ রাহুল, মার্কাস স্টোয়নিজ, রবি বিষ্ণোই।

গুজরাট টাইটান্স

নিলামে কেনা ক্রিকেটারজ্যাসন রয়, অভিনব মনোহর, অ্যালজারি জোসেফ, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, ডমিনিক ড্রেকস, ঋদ্ধিমান সাহা, গুরকিরাত সিং মান, জয়ন্ত যাদব, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েড, মোহাম্মদ শামি, নুর আহমেদ, রাহুল তেওয়াতিয়া, রবি শ্রীনিবাসন কিশোর, বিজয় শংকর, প্রদিপ সাঙ্গওয়ান, যশ দয়াল, সাই সুদর্শন, বরুণ অ্যারোন।

রিটেইন করা ক্রিকেটারহার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, শুভমান গিল।

আইএইচএস/এমএস