জাতীয়

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮

চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত ৫টি আগ্নেয়াস্ত্র ও ৪২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে সাতকানিয়ায় সহিংসতার ঘটনায় ৮ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমএইচআর/জেআইএম