বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার বীরগ্রাম এলাকায় এক বিএনপি নেতার মুরগীর খামারে খরনা ইউনিয়ন বিএনপির সম্মেলন চলছিল। সম্মেলন চলাকালে খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক স্বপনের নেতৃত্বে কয়েকজন সম্মেলন স্থলে গিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেন। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল জানান, বেশ কয়েকদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম ও সদস্য এনামুল হক শাহিন খরণা ইউনিয়নের তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের না জানিয়ে গোপনে ৯ ওয়ার্ডে পকেট কমিটি গঠন করে। কোনো ওয়ার্ড কমিটিতেই ত্যাগী নেতাদের রাখা হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম জানান, শান্তিপূর্ণভাবে সম্মেলন চলছিল। সম্মেলনে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসময় ফজলুল হক উজ্জল লোকজন নিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে।
আরএইচ/জেআইএম