দেশজুড়ে

নওগাঁ পৌর আ’লীগের সভাপতি শিষাণ সম্পাদক নাসিম

নওগাঁয় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহমেদ। দীর্ঘ সাত বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা আবারও উজ্জীবিত হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দুই সদস্যের এ কমিটি ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এর আগে বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৫ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালের ২৯ নভেম্বর নওগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। নতুন ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পরামর্শে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

আব্বাস আলী/এমআরআর