দেশজুড়ে

পদ হারালেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হল।

গত বছরের ১০ নভেম্বর উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব চাঁদাবাজির মামলায় গ্রেফতারও হয়েছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস