দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় ঢুকে রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে শরীফ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা শহরের প্রধান সড়ক টিএ রোডে এ ঘটনা ঘটে। শরীফ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত আবুল ফয়েজের ছেলে। তিনি রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন।

আহত শরীফের চাচা সুবা মিয়া বলেন, গ্রামের মিজান ও হান্নান গ্রুপের সঙ্গে দীর্ঘদিন যাবত নানা বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করে। প্রতি শুক্রবার সে গ্রামের বাড়িতে আসে। আজও দুপুরে ট্রেনে সে ব্রাহ্মণবাড়িয়া আসে। ট্রেন থেকে নেমে রিকশাযোগে সে শহরের ভেতরে যাচ্ছিল। প্রধান সড়ক টিএ রোড ফকিরাপুলের দক্ষিণ পাশে পাঁচ-ছয়জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শরীফকে ঘিরে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আহত অবস্থায় সে দৌড়ে সদর মডেল থানায় গিয়ে রক্ষা পায়।

সুবা মিয়া আরও বলেন, আহত অবস্থায় শরীফকে পুলিশ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মহিউদ্দিন নগর গ্রামের দুটি গ্রুপে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের মধ্যে মামলা চলমান আছে। ওই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

ওসি আরও বলেন, শরীফ দৌড়ে থানায় এসে রক্ষা পায়। হামলাকারী কয়েকজনের নাম আমরা এরই মধ্যে জানতে পেরেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম